অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে গেছে ভারত। প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট করায় ১৫৫ রানে পিছিয়ে আছে বিরাট কোহলির দল।
অজিদের আটকাতে নিজেদের মাটিতে ভারত স্পিননির্ভর উইকেটই বানিয়েছে। আর সেই ফাইদা কাজে লাগিয়ে অজি স্পিনাররাই তুলে নিয়েছে ভারতের ৭ উইকেট।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই আউট হওয়ার আগে ২৬০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ৪০.১ ওভারে মাত্র ১০৫ রান করে অলআউট হয়।
বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম দিনে ২০৫ রানে ৯ উইকেট হারানোর পর হ্যাজেলউডকে নিয়ে দলকে টেনে তোলেন স্টার্ক। পরে ২৬০ রানে অলআউট হয় অজিরা।
একাই চারটি উইকেট দখল করেন পেসার উমেশ যাদব। রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও রবিন্দ্র জাদেজা নেন দু’টি। বাকি উইকেটটি আরেক স্পিনার জয়ন্ত যাদবের।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ওপেনার মুরালি বিজয় ১০ রানে সাজঘরে ফেরেন। তবে, আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ৬৪ রান। তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ৬ রানে বিদায় নেন।
চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর পর শূন্য রানে বিদায় নেন তিনি। ১০৪টি ইনিংস পর ভারতীয় ব্যাটিং জিনিয়াসকে ‘ডাক’ অভিজ্ঞতার সামনে দাঁড় করান অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক।
আজিঙ্কা রাহানে করেন ১৩ রান। এছাড়া, অশ্বিনের ব্যাট থেকে আসে ১ রান। রিদ্ধিমান সাহা ০, রবীন্দ্র জাদেজা ২, জয়ন্ত যাদব ২, উমেস যাদব ৪, ইশান্ত শর্মা ১ রান করেন।
পেসার মিচেল স্টার্ক দুটি উইকেট নেন। একটি উইকেট নেন আরেক পেসার জস হ্যাজেলউড। ছয়টি উইকেট তুলে নেন স্পিনার স্টিভ ও’কেফি। আর একটি উইকেট দখল করেন আরেক স্পিনার নাথান লিয়ন।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম