নেইমারকে হারিয়ে ইউরোপে ক্লাব ফুটবল খেলা ব্রাজিলিয়দের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন ফিলিপ কুতিনহো। ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের জন্য এ বছর সাম্বা গোল্ড পুরস্কার জিতেছেন এই মিডফিল্ডার।
বার্সিলোনার জার্সিতে অনবদ্য পারফর্মেন্সের জন্য গত দুই মৌসুমে এই পুরস্কার পেয়েছিলেন নেইমার। এবার পুরস্কারের জোর দাবিদার থাকলেও হ্যাটট্রিক করা হল না তার।
মোট ভোটের ৩২.১৩ শতাংশ পেয়েছেন কুতিনহো। নেইমারের প্রাপ্ত ভোটের অনুপাত ২৭.৮৮ শতাংশ। তিনে রিয়েল মাদ্রিদে খেলা ব্রাজিলীয় মিডিও ক্যাসেমিরো। তিনি পেয়েছেন ১৩.৩৫ শতাংশ ভোট। প্রথম পাঁচের অন্য দু'জন রিয়েল মাদ্রিদের মার্সেলো ও লিভারপুলে কুতিনহোর সতীর্থ ফারমিনো।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব