ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা পুরস্কারের দৌঁড়ে আছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন মাশরাফি মর্তুজা, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। আজ রাতে জানা যাবে চূড়ান্ত ফলাফল। ১২ বিভাগে ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করবে ওয়েবসাইটটি।
সেরা টেস্ট ব্যাটিং, সেরা টেস্ট বোলিং, সেরা ওয়ানডে বোলিং, টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং, টি-টোয়েন্টিতে সেরা বোলিং- এই পাঁচ ক্যাটাগরিতে বাংলাদেশের ওই ছয় ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ