প্রথম টেস্টে ভারতকে আড়াই দিনে হারানোর পর পিচ নিয়ে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তার দাবি, ঘূর্ণি উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ারই সুবিধা করে দিয়েছে ভারত। এই পিচ ব্যুমেরাং হয়ে গেছে। এমনকি এ ধরনের পিচ তৈরি করে ভারত নিজেদের কবর খুঁড়েছে বলেও মন্তব্য করেন টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যান।
৩৩৩ রানে ভারতকে হারানোর পর উল্লসিত অজি অধিনায়ক বলেছেন, ‘উইকেট তৈরির দায়িত্ব ভারতের ছিল। ওরা আমাদের সুবিধাই করে দিয়েছে। আমার মনে হয়, এই উইকেট ভারতীয় খেলোয়াড়দের জন্য আদর্শ। আমাদের স্পিনাররা এই উইকেটে দারুণ বল করেছে। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে কেমন উইকেট হয়, সেটা দেখার অপেক্ষায় আছি।’
৪,৫০২ দিন পরে আজ ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সেই কারণে এই জয়কে ভারতীয় উপমহাদেশে সেরা জয়গুলির অন্যতম বলে মনে করছেন স্মিথ। তিনি বলেছেন, টস জেতার পাশাপাশি বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফির ১২ উইকেট ম্যাচ জিততে সাহায্য করেছে।
প্রসঙ্গত, টানা ১৯ টেস্ট অপরাজিত থাকার পর অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তাও আবারও ঘরের মাঠে ৩৩৩ রানের মতো ব্যবধানে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব