অস্ট্রেলিয়ার কাছে পুনে টেস্টে হেরে গিয়ে হঠাৎ করেই বিশাল এক ধাক্কা খেয়েছেন বিরাট কোহলি। সাফল্যের রাস্তায় হাঁটতে হাঁটতে হুট করে হোঁচট খাওয়া যাকে বলে। আর এমনই এক সময়ে ভারতীয় অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।
মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা করলেন ত্রিনিদাদের এই রাজপুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা বলেন, ‘বিরাটের প্রতিভা অনবদ্য। নিজেকে নিয়ে গেছে শচীন টেন্ডুলকারের পর্যায়ে। শচীনকেই অনুসরণ করছে ও। তাছাড়া যেভাবে খেলছে, তাতে ওর ওপর প্রত্যাশা বেড়েই যাচ্ছে। বিশেষ করে ভারতীয়দের থেকে। টি–২০ স্টাইলের জন্যই শচীনের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পেরেছেন কোহলি’
লারা আরও বলেন, ‘শুধু টি–২০তে নয়, তিনটি ফরম্যাটেই বিরাট সমানভাবে খেলে যাচ্ছে। টেস্টেও যেমন, একদিনের ম্যাচেও তেমন।’
বিডি-প্রতিদিন/ ১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯