ফর্মের তুঙ্গে থাকা ভারতকে মাটিতে নামায় এনেছে টিম অস্ট্রেলিয়া। আড়াই দিনে প্রথম টেস্ট হারের ধাক্কা কাটিয়ে উঠতে তাই এবার নতুন রাস্তা বের করলেন বিরাট কোহালিরা। পাহাড় ট্রেকিংয়ের মাধ্যমে নিজেদের এক করে নেওয়া। গত সোমবার কোহলি, অশ্বিন-সহ বেশ কয়েক জন ক্রিকেটার বেরিয়ে পড়লেন ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় ট্রেক করতে। পুনে শহর থেকে ৮০ কিলোমিটার দূরত্বে তামহিনি ঘাটে।
এখনও পুনেতেই রয়েছে ভারতীয় দল। তাই আগামী শনিবার বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সোমবার ট্রেকিং করেই সময় কাটালেন বিরাট কোহালিরা। কোহালি, অশ্বিন, জাদেজা তো ছিলেনই সঙ্গে ছিলেন সস্ত্রীক রাহানেও। আর তারপর অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
জাদেজার পোস্ট থেকেই জানা গেল পুনে থেকে ৮০ কিলোমিটার দুরের তামহিনি ঘাটকে ট্রেক করতে গিয়েছিল পুরো দল। আর কোহালি টুইট করেছেন, ‘প্রত্যেকটা দিনই মঙ্গল আর সুযোগ নিয়ে আসে। কৃতজ্ঞ থাকুন আর সামনে এগিয়ে চলুন।’
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও নানাভাবে অবসর সময়টা কাটিয়েছেন। সোমবার দলের ওপেনার ডেভিড ওয়ার্নার নিজের মেয়ের সঙ্গে ছবি টুইট করেন। টুইটারে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি।
উল্লেখ্য, চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে অজিরা ইতোমধ্যে ১-০ এগিয়ে রয়েছে।