দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টোয়েন্টি-২০ ক্রিকেটে ৫শ ছক্কার মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ১৯তম ম্যাচে গত আসরের রানার-আপ রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাট হাতে ৩টি ছক্কা হাকিয়ে ক্যারিয়ারে ৫শ ছক্কা হাকানোর মাইলফলক স্পর্শ করেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের পোলার্ড।
প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৫শ ছক্কার মালিক আগেই হয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিস গেইল। বর্তমানে ৭৭২টি ছক্কার মালিক তিনি। ৩০৯ ম্যাচে ১৮টি সেঞ্চুরিতে ১০৫৭১ রানেরও মালিক গেইল। যা টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান।
রাজশাহীর বিপক্ষে খেলতে নামার আগে পোলার্ডের পরিসংখ্যান ছিলো ৩৯১ ম্যাচে ৪৯৭টি ছক্কা। তাই ৫শ ছক্কার মালিক হতে ৩টি ওভার বাউন্ডারি প্রয়োজন ছিল পোলার্ডের। ঢাকার ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে রাজশাহীর সামিত প্যাটেল, ১৯তম ওভারের শেষ বলে ফরহাদ রেজা এবং শেষ ওভারের দ্বিতীয় বলে হোসেন আলীর বলে ছক্কা হাকান পোলার্ড। তাতেই টি-২০ ফরম্যাটে ৫শ ছক্কা পূর্ণ হয় পোলার্ডের।
এ ম্যাচে ২৪ বলে হাফ-সেঞ্চুরির পর ২৫ বল মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন পোলার্ড।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম