পদত্যাগপত্র জমা দিয়ে দিলেও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, আমরা এখনো কনফিউশনে আছি।
আকরাম খান আরও বলেন, ২-১ দিনের মধ্যে হাথুরুসিংহের আসার কথা। যদি সে আসে, তারপরও তার সঙ্গে বসে বিষয়টা চূড়ান্ত হবে। অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে শ্রীলঙ্কায় যাবে, কেউ বলছে অস্ট্রেলিয়াতে থাকবে। পারিবারিক সমস্যার জন্য চাকরিটা করতে চাচ্ছে না। অনেক কিছুই শোনা যাচ্ছে। আমরা তার কাছ থেকে যেটা জানবো, সেটাই আসলে চূড়ান্ত কথা। এজন্য আমরা তার আসার অপেক্ষায় আছি।
হাথুরুসিংহেকে বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচি তথা শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত কাজ করার প্রস্তাব দেবে বিসিবি। আকরাম খান বলেন, হাথুরুসিংহেকে অনুরোধ করা হবে এই সিরিজটার জন্য। সে যদি না থাকে তাহলে আমাদের হাতে তো সময় নেই। ভালো কোচ খুঁজতে হলে তো আমাদের সময় লাগবে। যতদিন পর্যন্ত না পাবো, স্থানীয় কোচরাই কাজ চালাবে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৭/ফারজানা