জার্মান বুন্দেসলিগায় প্রথম ব্যক্তি হিসেবে ৫০০তম জয়ের রেকর্ড গড়লেন বায়ার্ন মিউনিখ কোচ হুপ হেইঙ্কেস। অগসবার্গের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় বায়ার্ন। প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়ে এমন কীর্তি গড়েন বর্ষীয়ান এ কোচ।
বুন্দেস লিগার সাথে হেইঙ্কেসের সম্পর্কটা শে পুরোনো। তার খেলোয়াড়ী জীবন ও কোচিং মিলিয়ে বুন্দেস লিগায় মোট ১০১৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। যেখানে ৫০০ ম্যাচে জয় পেলেন। এ লিগে বায়ার্নসহ আরও কয়েকটি দলের কোচ হিসেবে ৩২৬ ম্যাচে জয় পান তিনি। আর খেলোয়াড়ী জীবনে বুরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচ ও হ্যানোভার ৯৬’র হয়ে ১৭৪ ম্যাচ জেতে তিনি।
৭২ বছর বয়সী হেইঙ্কেস গত সেপ্টেম্বরই বায়ার্নের হয়ে চতুর্থবারের মতো কোচিংয়ে আসেন। এর আগে তিনি ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০ ও ২০১২-১৩ মৌসুমে বায়ার্নকে লিগ শিরোপা জেতান হেইঙ্কেস।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ