চোটের কারণে দলের সাথে ছিলেন না পল পগবা। আর তার অনুপস্থিতিটাও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হার আর ড্রয়ের হতাশায় ডুবে ছিল পুরো দল। কিন্তু পগবা ফিরতেই যেন অন্য চেহারায় ইউনাইটেড। ফরাসি এই মিডফিল্ডারকে ফিরে পাওয়ার অনুপ্রেরণায় গোটা দলই খেলেছে উজ্জীবিত ফুটবল।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসলকে উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-১ গোলে দুর্দান্ত এক জয় পায় হোসে মরিনহোর শিষ্যরা। পগবা নিজে গোল করেছেন একটা। করিয়েছেন সতীর্থদের দিয়েও। পগবা ছাড়াও একটি করে গোল করেছেন অ্যান্থোনি মার্শাল, ক্রিস স্মলিং ও রোমেলু লুকাকু।
ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো ছিলেন পগবার প্রশংসায় পঞ্চমুখ, ‘পগবা অন্য মানের ফুটবলার। পল ও (নেমানিয়া) মাতিচকে সঙ্গে আমরা মৌসুমের শুরুটা করেছিলাম দারুণ। তারা এই দলটার ইঞ্জিন। কিন্তু পলের চোটের কারণে আমরা ছন্দটা হারিয়ে ফেলেছিলাম। আমাদের অন্য খেলোয়াড়েরাও ভালো, তবে তাদের মান আলাদা।’
চোট থেকে ফিরেছেন বলে পগবা অবশ্য পুরো ৯০ মিনিট খেলেননি। তবে মরিনহো জানালেন, কতক্ষণ খেলবেন, সেটা পগবার উপরই ছেড়ে দিয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ