দীর্ঘদিনের বান্ধবী অনুশকা শর্মাকে বিয়ে করেছেন কোহলি। গ্ল্যামারাস সেই বিয়ে নিয়ে এখনও জোরদার চর্চা ক্রিকেট বিশ্বের মিডিয়ায়।
এমনই সময়ে কোহলির একটি পুরো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে কোহলিকে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিতে। আইপিএল চলাকালীন এক নৈশপার্টিতে কোহলির সাক্ষাৎকার নিচ্ছিলেন ভিজে অনুষা দণ্ডেকর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বর্তমানে সীমিত ওভারের সিরিজে কোহলি নেই ‘ব্যক্তিগত’ কারণে। তবে মধুচন্দ্রিমা সেরে দেশে ফিরেই জোড়া রিসেপশন পার্টির আয়োজন করেই কোহলিকে ছুটতে হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেই বাউন্সি উইকেটে মর্কেল-রাবাদাদের মোকাবিলা করতে হবে কিং কোহলিকে।
যাই হোক, কোহলির সেই সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষা কোহলিকে প্রশ্ন করছেন, কোন বলিউড সুন্দরীকে তিনি ক্রিকেট খেলতে দেখতে চান? লাজুক হেসে কোহলিকে জবাব দিতে দেখা যায়, ‘‘জেনেলিয়াকে ক্রিকেট খেলতে দেখতে চাই। কারণ ও কিউট।’’ ‘জানে তু ইয়া জানে না...’ খ্যাত জেনেলিয়া বর্তমানে অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে সুখে ঘর-সংসার করছেন। সেলিব্রিটি কাপলের দুই সন্তানও রয়েছে।
সাক্ষাৎকারে বিরাটকে অনুষা আরও প্রশ্ন করেন, তার প্রথম ডেটিং কতক্ষণ ছিল? বিরাট সটান জানিয়ে দেন, 'মাত্র পাঁচ মিনিট। কারণ সে কুৎসিত ছিল।'
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন