সময়টা মোটেও ভালো যাচ্ছে না রাহানের। শেষ পাঁচ ইনিংসে করেছেন মাত্র ১৭ রান। পাঁচ দিনের ফরম্যাটে কোহলির ডেপুটির এমন পারফরম্যান্স প্রোটিয়া সফরের আগে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় শিবিরে। পাশাপাশি, তার এই পারফরম্যান্সে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটভক্তদের মাঝেও। তবে ভারতীয় দলের সহঅধিনায়কের খারাপ সময়ে পাশে থাকছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক বলেন, ‘রাহানের ফর্ম নিয়ে এখনই চিন্তার কিছু নেই। অতীতে দেশের হয়ে ও অনেক ভাল ইনিংস উপহার দিয়েছে রাহানে। তাই ওর মতো কোয়ালিটি ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তোলা উচিৎ নয়।’
পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরে কোহলি, রাহানে, পূজারা, বিজয়ের সঙ্গে প্রেটিয়া বোলারদের লডাইটা জমবে বলেও মনে করছেন সৌরভ।
ভারতীয় বোলিং ইউনিট নিয়েও আশাবাদী সৌরভ। তার মতে, ভারতের সেরা বোলিং ইউনিট হিসেবেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে শামি-ভুবনেশ্বর-উমেশেরা।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ