দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদে খেলছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছর ২০২১ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। এ বছর পঞ্চম ব্যালন ডি'অর হাতে নিয়েও রোনালদো বলেছেন, যদি সম্ভব হয় রিয়ালেই ক্যারিয়ারের সমাপ্তি টানতে চান। তবে এও জানিয়েছেন, সবকিছু তার ওপর নির্ভর করে না। ক্লাব কর্তৃপক্ষের চাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করে।
তবে শুধু ক্লাব কর্তৃপক্ষই নন, সতীর্থদের ওপরও অনেক কিছু নির্ভর করছে। স্পেনে খবর ছড়িয়েছে, সতীর্থরাও নাকি রোনালদোকে আর চান না। দিয়ারিও গল নামের একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটেনের মিরর খবর প্রকাশ করেছে, রোনালদোর ৫ সতীর্থ চান না রোনালদো আর রিয়ালে থাকুক। এই দলে আছেন অধিনায়ক সার্জিও রামোসও। আরও আছেন গ্যারেথ বেল, করিম বেনজেমা, ইসকো ও টনি ক্রুস। তাদেরই একই মত দলে রোনালদোর আর দরকার নেই।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা