ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরের বর্ণাঢ্য নিলাম আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিসিসিআই সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিসিবি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, ‘যেহেতু এবারের নিলামে আবারও তারকা খেলোয়াড়রা ফিরে এসেছে সে কারনেই ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য নিলাম অনুষ্ঠানটি অনেক বেশী আকর্ষণীয় হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছাতেই প্রতিবারের মতই এবারও ব্যাঙ্গালুরুতেই এই নিলাম অনুষ্ঠিত হবে।’
চলতি বছর নিলামের জন্য দলগুলোর বাজেট বৃদ্ধি করে ৮০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আগের বছরে এর পরিমাণ ছিল ৬৬ কোটি।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম