দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার আগেই সমস্যায় জর্জরিত ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। একে তো নিজের চোট। কেপটাউনে প্রথম টেস্টে তিনি অনিশ্চিত। তার পরিবর্তে মুরালি বিজয়ের সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল।
এমন সময়ই সমস্যা আরও বাড়ল দুবাই বিমানবন্দরে। সন্তানের জন্মের সনদ ও অন্য কাগজপত্র না থাকায় ধাওয়ানের স্ত্রী আয়েশা ও ছেলেকে দুবাই থেকে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে চড়তে দেওয়া হয়নি। ধাওয়ান চলে গেলেও তার পরিবারকে আটকে থাকতে হয় দুবাই বিমানবন্দরে। এমিরেটস কর্তৃপক্ষের এমন কড়া মনোভাবে রীতিমতো বিরক্ত ধাওয়ান।
এই ঘটনার পর তিনি একটি লম্বা চওড়া টুইট করেছেন। যেখানে বলেছেন, ‘এমিরেটস কর্তৃপক্ষ চরম অপেশাদার মানসিকতা দেখিয়েছেন। পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিলাম। কিন্তু দুবাই থেকে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে আমার স্ত্রী ও সন্তানকে উঠতে দেওয়া হয়নি। এমিরেটস কর্তৃপক্ষ আমার সন্তানের জন্মসনদ ও অন্যান্য কাগজপত্র দেখতে চেয়েছিল। যা এই মুহূর্তে আমাদের কাছে নেই। দুবাই বিমানবন্দরেই আমার পরিবার অপেক্ষা করছে। কাগজপত্র এলে দক্ষিণ আফ্রিকা আসবে। আমার বক্তব্য, মুম্বাই বিমানবন্দরেই এমিরেটস কর্তৃপক্ষ এই বিষয়টি লক্ষ্য করলেন না কেন? এক বিমানকর্মী আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’
ধাওয়ানের বাকি সতীর্থরা তাদের পরিবার নিয়ে ইতিমধ্যেই কেপটাউনে পৌঁছে গেছে। যেতে পারেনি শুধু ধাওয়ানের পরিবার। যা নিয়ে ভীষণ বিরক্ত ভারতীয় ক্রিকেটের ‘গব্বর।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর