কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও সার্জিও রামোসের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে এই জয়ে সেমি-ফাইনালে ওঠার পথেও এগিয়ে গেল সান্তিয়াগো সোলারির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে শেষ আটের প্রথম লেগে ৪-২ গোলে জেতে রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সাত মিনিটে আলেক্সান্দর লোজানোর গোলে পিছিয়ে যায় স্বাগতিকেরা। তবে জবাব দিতে খুব বেশি দেরি করেনি তারা। ১৮ মিনিটে গোলটি শোধ করেন লুকাস ভাসকেস।
এরপর প্রথমার্ধের ৪২তম মিনিটে পেনাল্টি থেকে এক গোলে দলকে এগিয়ে নেন সার্জিও রামোস। ভিনিসিউস জুনিয়র জিরোনার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কাতালান ক্লাব জিরোনাকে সমতায় ফেরান অ্যালেক্স গ্রানেল। ৬৬ মিনিটে তিনিও গোলটি করেন পেনাল্টি থেকে। ডি বক্সের মধ্যে বদলি খেলোয়াড় লরেন্তের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশ বাজান রেফারি।
তবে এর কিছু পর অর্থাৎ ৭৭ মিনিটে রামোসের গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। মার্সেলোর দেওয়া বলে তার ব্যক্তিগত দ্বিতীয় গোলে দল এগিয়ে যায় ৩-২ গোলে।
৮০তম মিনিটে দলের চতুর্থ গোলের বলটি জিরোনার জালে জড়ান ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউসের বাড়ানো বল থেকে গোলটি করেন তিনি।
আগামী বৃহস্পতিবার জিরোনার মাঠে ফিরতি পর্বে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম