ইংলিশ লিগ কাপ টুর্নামেন্টের প্রথম লেগে টটেনহামের কাছে ১-০ গোলে হেরেছিল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগে ২-১ গোলে জিতে ঘুরে দাঁড়ায় মাউরিজিও সারির দল। এতে দুই লেগ মিলিয়ে দুই দল ২-২ গোলের সমতায় দাঁড়ানোয় টাইব্রেকারে ভাগ্য নিষ্পত্তি হলো টটেনহ্যাম-চেলসির। এতে ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে চেলসিই উঠে গেছে ফাইনালে।
ম্যাচের ২৭তম মিনিটে কর্নারে ঠিকমতো বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে যান এনগোলো কঁতে। ফরাসি মিডফিল্ডার টটেনহ্যামের গোলরক্ষক পাওলো গাস্সানিরাকে পরাস্ত করে চেলসিকে এগিয়ে নেন। ৩৮তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এদেন আজার।
তবে দ্বিতীয়ার্ধে ফিরেই বাঁ দিক থেকে ড্যানি রোজের বাঁকানো ক্রসে হেডে ব্যবধান কমান টটেনহ্যামের স্প্যানিশ ফরোয়ার্ড ফের্নান্দো লরেন্তে। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। পরে উভয় দল আর কোনো গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে চেলসির উইলিয়ান, সিজার আজপিলিকুয়েতা, জর্জিনহো ও ডেভিড লুইজ নিজেদের কিক থেকে গোল করেন। অন্যদিকে টটেনহ্যামের ক্রিস্টিয়ান এরিকসেন, এরিক লামেলা তাদের শট থেকে গোল করতে পারলেও এরিক ডায়ার ও লুকাস মোরা গোল করতে ব্যর্থ হন। তাতে ৪-২ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে চেলসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম