রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ লীগ। স্থানীয় ৮টি দলের অংশগ্রহণে রাজশাহীর শুকুর স্মৃতি টুর্নাামেন্ট কমিটি এ সেপাক টাকরোর আয়োজন করে।
শুক্রবার সকালে রাজশাহী নগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার মাঠে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ।
শুকুর স্মৃতি সংঘের সভাপতি শামসুজ্জামান বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য এমকে কবীর তুহিন ও এসএন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ আরমান।
চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, শুকুর স্মৃতি সংঘ, এসবি স্পোর্টিং ক্লাব, একতা ক্রীড়া চক্র, মা স্পোর্টিং ক্লাব, তৌফা একাদশ, রাজশাহী সেপাক টাকরো এসোসিয়েশন, মাশা যুব সংঘ ও ব্রিটিশ ফাইভ স্টার।
দিনভর অনুষ্ঠিত খেলায় চিফ চার্জ হিসেবে খেলা তদারকি ও পরিচালনা করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েনের মাহমুদুল হাসান রিয়াজ।
শুকুর স্মৃতি টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন জানান, দেশের বিভিন্নস্থানে এ খেলা অনুষ্ঠিত হলেও রাজশাহীতে চ্যাম্পিয়নশিপ লিগের মধ্য দিয়ে প্রতিযোগিতায় আত্মপ্রকাশ করলো সেপাক টাকরো। আগামীতে রাজশাহীর সেপাক টাকরো প্রতিযোগিতা আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম