বরিশালে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এসএম অজিয়র রহমান ও প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রেজওয়ান-উল কাদের।
উদ্বোধনী খেলায় বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ দল পরস্পরের মুখোমুখি হয়। জেলা পর্যায়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি শীর্ষ দুই দলের মধ্যে জেলা পর্যায়ের স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
জেলা স্টেডিয়াম সূত্র জানায়, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো বিভাগীয় পর্যায়ের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে। বিভাগীয় পর্যায়ে সেরা কৃতিত্ব অর্জনকারী দলগুলোর মধ্য থেকে বাছাই করা খেলোয়ারদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।
বিডি প্রতিদিন/কালাম