আন্দিল ফেলুকায়োর উদ্দেশে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের জন্য পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। আর সেই কথা জানিয়ে দিলেন অধিনায়ক ফাফ ডু’প্লেসিস।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অলরাউন্ডার ফেলুকায়োকে ‘কালো’ বলে সম্বোধন করেন সরফরাজ। যা ধরা পড়েছিল স্টাম্প মাইক্রোফোনে। দ্রুত তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ব্যাপারে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের থেকে রিপোর্টও পেয়েছে আইসিসি। এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
তবে সরফরাজ গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন ওই মন্তব্যের জন্য। এরপরেই ডু’প্লেসিস বলেছেন, ‘ক্ষমা চেয়েছে বলেই আমরা ক্ষমা করে দিয়েছি তাকে। এই মন্তব্যের দায়িত্ব সরফরাজ নিয়েছে। এখন এটা আর আমাদের হাতে নেই। ব্যাপারটা আইসিসি দেখছে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার সময় সতর্ক থাকতেই হবে। আমি নিশ্চিত যে সরফরাজ এটা ফেলুকায়োকে উদ্দেশ্য করে বলেনি। তবে সরফরাজ এই মন্তব্যের দায়িত্ব নিয়েছে। এখন দেখতে হবে এর পরিণতি কী হয়। আমরা এটাকে একদমই হালকাভাবে নিচ্ছি না।’
এই বিষয়ে ফেলুকায়ো এখনও কোনও মন্তব্য করেননি। ডু’প্লেসিস বলেছেন, ‘ও ব্যাপারটা নজরই করেনি। সেজন্যই তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে বলে মনে করেনি। আমরা ব্যাপারটা সেভাবে বুঝতে পারিনি বলে এটা বড় ব্যাপার হয়ে ওঠেনি।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর