ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দেয়া হতে পারে দেশটির সাবেক ব্যাটসম্যান ইনজামাম-উল হককে। বর্তমানে তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। আসন্ন বিশ্বকাপে তাকে দুইটি দায়িত্বই পালন করতে হতে পারে।
বর্তমানে ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান দলের সঙ্গে থাকা ইনজামাম স্থায়ীভাবে জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যেই তিনি দলের সঙ্গে কাজ করছেন এবং নেটে অনুশীলনকালে উপস্থিত থাকছেন।
তিনি বলেন, ‘গত বিশ্বকাপের পর থেকে দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার। তবে তার কাজে বোর্ড সন্তুষ্ট না থাকায় আগামী বিশ্বকাপের আগে দলের পরবর্তী ব্যাটিং কোচ/ পরামর্শক হিসেবে নিয়োগ পেতে পারেন ইনজামাম।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ