বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া আর্জেন্টাই ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে দুশ্চিন্তায় পুরো ফুটবল বিশ্ব। আর তারই জের ধরে সালাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ফ্রান্সে ক্লাব নঁতে থেকে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে বিমানে করে যাওয়ার সময় নিখোঁজ হন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সালা।
এ ব্যাপারে স্প্যানিশ একটি পত্রিকাতে শুক্রবার সাক্ষাৎকার দেওয়ার সময় মেসি বলেন, ‘শেষ সময় পর্যন্ত চেষ্টা করে তাকে খুঁজে বের করতে। উদ্ধার কাজ সমাপ্ত না করে যতটা সম্ভব যেন চেষ্টা চালিয়ে তার খোঁজ করা হয়।’ এ সময় সালার পরিবারের পাশে থাকার কথা জানান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
ফ্রান্স ও যুক্তরাজ্যের মাঝখানে থাকা ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় সালাকে বহনকারী বিমানটির সাথে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পাঁচ দিনে পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এখনো সন্ধান করতে পারেনি বিমানটি। ঘটনাটি পুরো ফুটবল বিশ্বকে নাড়া দেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ