এক ঢিলে দুই পাখি মারলেন নেপালি ক্রিকেটার রোহিত পুদেল। শনিবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৫৫ রান করতেই শচীন টেন্ডুলকার এবং শহিদ আফ্রিদিকে ছাপিয়ে গেলেন। বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত।
শনিবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেপালের রোহিত পুদেল ৫৮ বলে ৫৫ রান করেন। ১৬ বছর ১৪৬ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকার এবং শহিদ আফ্রিদিকে ছাপিয়ে গেলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার ১৬ বছর ২১৩ দিন বয়সে প্রথম হাফ সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। আর একদিনের ক্রিকেটে পাকিস্তানের শহিদ আফ্রিদি অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেন। ১৬ বছর ২১৭ দিনে সেই নজির গড়েছিলেন আফ্রিদি।
শনিবার আফ্রিদি এবং শচীন দুজনকেই ছাপিয়ে গেলেন নেপালের যুবক রোহিত পুদেল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয়ের পরই নেপাল আইসিসি'র ওডিআই স্ট্যাটাস পায় তখনও ক্রিজে ছিলেন সেই রোহিত পুদেল। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের কমলেশ নাগরকোটির পাঁচ বলে ২৪ রান নিয়েছিলেন এই রোহিতই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর