কোপা আমেরিকার ৪৬তম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলবে ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া। ‘বি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। আর ‘সি’ গ্রুপে খেলবে উরুগুয়ে, জাপান, ইকুয়েডর ও বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
এদিকে, মেসিকে কোপায় দেখতে উৎসুক ব্রাজিল কোচ তিতেও। তিনি জানান, আমি চাই মেসি এবং অন্য সব সেরা খেলোয়াড় ব্রাজিলে আসুক। সেরা হতে হলে সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করেই আপনাকে জিততে হবে। এজন্য নেইমার, মেসি, সানচেজ, সুয়ারেজ ও গুয়েরেরোর মতো সবাইকেই কোপায় দেখতে চাই আমি।
কোপা আমেরিকা ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। যেখানে দক্ষিণ আমেরিকার ১০টি দেশ ও আমন্ত্রিত দেশ খেলে। এবার ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট-২০১৯। ১৪ জুন সাওপাওলোতে হবে উদ্বোধন। আর ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে হবে ফাইনাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার