বার্নলিকে উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলের জয় পেয়েছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এ যেন গোল উৎসব।
খেলায় আত্মঘাতী গোলসহ গাব্রিয়েল জেসুস, সের্হিও আগুয়েরো, বের্নাদো সিলভা ও কেভিন ডি ব্রুইনে একটি করে গোল করেছেন।
ম্যাচের ২৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়াল জেসুস। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। এরপর নিয়মিত বিরতিতে পরে আরো তিনটি গোল হয়।
বিডি প্রতিদিন/হিমেল