ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩৮১ রানের ঐতিহাসিক জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন ইংলিশরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অলয়াউট হয়ে গেলে বড় পরাজয় মেনে নিতে হয় তাদের।
নিকট অতীতে এত বড় জয়ের দেখা আর পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ডাভল সেঞ্চুরি ছাড়াও দুটি উইকেট ও তিনটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৮ নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
কেনসিংটন ওভালে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬২৮ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে ওপেনার জো বার্নস ও কিয়েটন জেনিংসের ব্যাটে ৫৬ রানে দিন শেষ করে ইংল্যান্ড। তবে চতুর্থ দিন খুব বেশি এগোতে পারেননি জেনিংস। ব্যক্তিগত ১৪ রানে আলজারি জোসেফ তাকে সাজঘরে ফেরান।
দলীয় সর্বোচ্চ ৮৪ করে চেজের বলে বোল্ড হন বার্নস। আর ৩০ রানে শেনন গ্যাব্রিয়েল ফেরান বেয়ারস্টোকে। এরপর জো রুট, বেন স্টোকস, জস বাটলার ও মঈন আলীর মতো তারকা ব্যাটসম্যানদের বিদায় করেন চেজ। ২১.৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৬০ রানের বিনিময়ে ৮টি উইকেট তুলে নেন এই অফস্পিনার।
এর আগে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রান করে। ব্যাট করতে নেমে ৭৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তবে রুটদের ফলোঅন না করিয়ে ফের ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে ৪১৫ রান করে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর