দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলার সময় প্রোটিয়া অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে ‘কালো’ বলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। পরে দুঃখ প্রকাশ করেও শেষ রক্ষা হলো না তার।
বর্ণবাদী সেই মন্তব্য করার দায়ে শেষ পর্যন্ত আইসিসি চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সরফরাজকে। পরবর্তী দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানি অধিনায়ক।
আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বর্ণবাদী নীতির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সরফরাজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার এই নিষেধাজ্ঞা সম্পর্কে রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে।
সরফরাজের পরিবর্তে পাকিস্তানের একাদশে অন্তর্ভূক্ত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন শোয়েব মালিক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম