ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রবিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে হারায় বাংলাদেশের যুবারা।
টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২০ রান করেছিল ইংলিশরা। ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় স্মিথকে হারিয়ে ইংল্যান্ড বাজেভাবে শুরু করে।
শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি আর সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইনিংসের শেষ পর্যন্ত। সর্বোচ্চ ৩৪ রান করেন হিল। এছাড়া উইল স্মিড ১৫, লুইস গোল্ডস করেন ১৭ রান।
যুবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজীম সাকিব। চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করেন সাকিব। এ ছাড়া শামীম হাসান, রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুবারা। সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসানের ব্যাট থেকে। দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠে তানজীম সাকিবের।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৯/আরাফাত