স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতনতা বাড়াতে গোলাপি জার্সি পরে এ যাবতকাল সব কয়টি ম্যাচে জয় পেলেও এবার হোঁচট খেল দক্ষিণ আফ্রিকা। রবিবার গোলাপির জার্সির ম্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়ে গোলাপি জার্সিতে প্রোটিয়াদের প্রথম হারের স্বাদ দেওয়ার পাশাপাশি সিরিজে সমতায়ও ফিরেছে শোয়েব মালিকের পাকিস্তান।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ছিলেন না পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমদে। বর্ণবাদী মন্তব্যের কারণে ৪ ম্যাচ নিষিদ্ধ থাকায় এই ম্যাচে নেতৃত্ব দেন শোয়েব মালিক। টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। তবে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ও হাশিম আমলা অর্ধশত পেলেও বাকিদের ব্যর্থতার কারণে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বল হাতে একাই ৪ উইকেট তুলে নেন পাকিস্তানের ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি। এছাড়া শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খান নেন ২টি করে উইকেট। আর ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে ওপেনার ইমাম উল হক ও ফখর জামান মিলে গড়েন ৭০ রানের জুটি। ব্যক্তিগত ৪৪ রানে ফখর জামানকে ইমরান তাহির সাজঘরে পাঠালেও অর্ধশতক তুলে নেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইমাম উল হক। জয়ের জন্য কিছুটা দূরে থাকতে ইমাম উল হক ফিরে না গেলে পাকিস্তানের জয়টা আসতো ৯ উইকেটের। কিন্তু ৯১ বলে ৭১ রান করে ইমাম ফিরে যাওয়ার ৮ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফেরে পাকিস্তান। বাবর আজম ৪১ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৪ রানে অপরাজিত থাকেন।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব