চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জকোভিচ। খেলার ফল ৬–৩, ৬–২, ৬–৩।
রবিবার দর্শকখচিত রড লেভার স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল জকোভিচের। তার সামনে নাদালকে প্রথম থেকেই অত্যন্ত মলিন লেগেছে। মোট দু’ঘণ্টা চার মিনিটের ম্যাচে জকোভিচ যেখানে ৩৪টি উইনার্স মেরেছেন, সেখানে নাদাল মেরেছেন মাত্র ২১টি।
মাত্র নয়টি আনফোর্সড এরর করেছেন তিনি। সেখানে নাদালের আনফোর্সড এররের সংখ্যা ২৮। আটটা ব্রেক পয়েন্টের মধ্যে পাঁচটা নিজের পক্ষে এনেছিলেন জকোভিচ। আর মাত্র একবার ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন।
এই নিয়ে সাতবার অস্ট্রেলিয়ান ওপেন এবং ব্যক্তিগত ১৫টি গ্র্যান্ড স্লামের মালিক হলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা। গ্র্যান্ড স্লাজ জয়ের সংখ্যায় সাম্প্রাসকে পেরিয়ে গিয়েছেন এই সার্বিয়ান তারকা। এখন নাদালের থেকে মাত্র দুটি এবং ফেদেরারের থেকে পাঁচটি খেতাব দূরে জকোভিচ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর