কাশ্মীরের পুলওয়ামায় ‘জঙ্গি’ হামলার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এসময় ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৩০০ 'জঙ্গি'। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এমনটাই দাবি করছে।
মঙ্গলবার ভোরে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদ, চাকোটি, বালাকোটে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতের ১২টি যুদ্ধ বিমান।
জানা গেছে, এই অপারেশনে ছিল ভারতীয় বিমানবাহিনীর ‘মিরাজ-২০০০’ বিমান। এ অপারেশনে প্রায় ১ হাজার কিলোগ্রাম বোমা ফেলে ভারতীয় বিমানবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনসহ জঙ্গিদের প্রশিক্ষণ শিবির।
এ হামলা নিয়ে দেশটির সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়া টুইটারে ভারতীয় সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন। এদিকে পুলওয়ামায় ‘জঙ্গি’ হামলার প্রতিবাদে ভারতীয় বাহিনীর অভিযানকে স্যালুট জানিয়েছেন শচীন টেন্ডুলকার।
এবার অবশ্য গম্ভীরের চেয়ে বীরুর টুইট বেশি ঝাঁজালো ও চাচাছোলা। তাতে নজর বুলালে মনে হবে, ম্যাচ জেতার পর কথা বলেছেন ক্যাপ্টেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় টুইটবার্তায় সাবেক ওপেনার লিখেছেন, ছেলেরা দারুণ খেলেছে। আর গৌতম জানিয়েছেন,জয় হিন্দ, আইএএফ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে এক আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন