কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার আঁচ থেকে বাদ পড়েনি ক্রিকেটও। এই হামলার জেরে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটারই। তবে ক্রিকেট আর রাজনীতি মিলিয়ে দিলে চলবে না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারত আর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের পথে হাঁটতে রাজি নয়।
এবার পুলওয়ামা হামলার প্রভাব পড়তে পারে আসন্ন আইপিএলে। সূত্রের খবর, পাকিস্তান সুপার লিগে খেলেন যে সব ক্রিকেটাররা তারা আইপিএলে খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে এই বিষয়টি নাকি আলোচনা স্তরে রয়েছে। এখনও সিলমোহর পড়েনি।
জানা গেছে, সন্ত্রাসকে মদত দেয় এমন দেশের ক্রিকেট লিগে যে সব ক্রিকেটাররা খেলেন তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। যদিও আইপিএলে খেলে ফ্র্যাঞ্চাইজি দল। তাই বিষয়টি নিয়ে সব ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের বেছে নিতে হবে পিএসএল কিংবা আইপিএল'র মধ্যে যে কোনও একটি। বিসিসিআই এর নতুন নির্দেশিকা এমনই হতে পারে বলে জল্পনা ক্রিকেটমহলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর