পুলওয়ামার নাশকতার পাল্টা ভারতীয় বিমান বাহিনীর প্রত্যাঘাতকে প্রশংসা করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। একটি টুইটে সিধু তাঁর স্বভাবচরিত ভঙ্গিতে লেখেন, লোহা যেমন লোহাকে কাটে, আগুনকে যেমন আগুনকে কাটে, সাপ যেমন হাসকে মারে এবং তার বিষেই ওষুধ তৈরি হয়, ঠিক তেমনই ভারতীয় বিমান সেনা জবাব দিয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসবাদের বিনাশ অনিবার্য। আরও একটি টুইটে সিধু বলেন, যুদ্ধে ঠিক কিংবা ভুল নির্ধারণ করা কঠিন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ব্রাভো বিমান সেনা।
প্রসঙ্গত, পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের সুরেই সিধু বলেছিলেন, আলোচনার মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে। যুদ্ধকে যেমন তিনি সমর্থন করেন না বলে দাবি করেন, পাশাপাশি ইমরানের প্রশংসা করতেও শোনা যায় সিধুকে। সিধুর মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয় ভারতজুড়ে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদ, চাকোটি, বালাকোটে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতের ১২টি যুদ্ধ বিমান। জানা গেছে, এই অপারেশনে ছিল ভারতীয় বিমান বাহিনীর ‘মিরাজ-২০০০’ বিমান। ভোর রাত ৩টা ৩০ মিনিট নাগাদ মুজাফফরবাদ সেক্টর দিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে ঢুকে ঝটিকা আক্রমণ হানে তারা এবং প্রায় আধাঘণ্টা ধরে তারা বোমাবর্ষণ করে। প্রায় ১ হাজার কিলোগ্রাম বোমা ফেলে ভারতীয় বিমান বাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ