দলের সেরা তারকা নেইমার ও এডিনস কাভানি বিহীন ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। ঘরের মাঠে মঙ্গলবার রাতে শেষ আটে ৩-০ গোলে জেতে প্যারিসের ক্লাবটি। স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন তমা মুনিয়ে।
নেইমার ও এদিনসন কাভানি চোটের কারণে অনেক দিন ধরে দলের বাইরে। আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল। এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে দুর্দান্ত এক গোলে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন ডি মারিয়া। এরপর ২৮তম মিনিটে ড্রাক্সলারের সহায়তায় নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান দিগুণ করেন ডি মারিয়া।
বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে এ ব্যবধানেই জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে পিএসজি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম