ইনজুরির কারণে চলমান ভারতীয় সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। ভিশাখপত্তমে গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচের আগে ইন-ফর্ম এই পেসারের বাম পিঠে ব্যাথা অনুভূত হয়েছিল। সেই অবস্থা থেকে উন্নতি না হওয়ায় রিচার্ডসনের আর বাকি ম্যাচগুলো খেলা সম্ভব হচ্ছে না বলে টিম অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।
তার স্থানে ইতোমধ্যেই দলে ডাকা হয়েছে এন্ড্রু টাইকে। বৃহস্পতিবার তিনি হায়দ্রাবাদে শন মার্শসহ দলের সাথে যোগ দিবেন।
অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত রিচার্ডসন সময়মত সুস্থ হয়ে না উঠায় তাকে পুনর্বাসনের জন্য দেশে ফেরত পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম