বাংলাদেশিদের মধ্যে টেস্টে সর্বাধিক সেঞ্চুরি নিয়ে একটা লড়াইটা চলছিল তামিম ইকবাল ও মুমিনুল হকের মধ্যে। দু'জনেরই আটটি করে সেঞ্চুরি ছিল। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনেই। কিন্তু সেই সুযোগটা কাজে লাগালেন তামিম ইকবাল। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার। ছাড়িয়ে গেলেন মুমিনুল হককেও। আর এটাই এখন বাংলাদেশিদের মধ্যে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি।
বৃহস্পতিবার ভোরে হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নামা টাইগাদের প্রথম সারির ব্যাটসম্যানরা প্রায় সবাই ব্যর্থ হলেও ১০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগারে চলে যান তামিম। দলীয় ১৮০ রানের মাথায় আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২৮ বলে ১২৬ রানের দুর্দান্ত একটা ইনিংস।
বাংলাদেশিদের মধ্যে টেস্টে আটটি সেঞ্চুরি রয়েছে মুমিনুল হকের। এছাড়া ক্রিকেটের এই সংস্করণে মুশফিকের ৬টি এবং সাকিবের ৫টি সেঞ্চুরি রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব