নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবাল সেঞ্চুরি পেলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। টাইগারদের দ্রুত গুটিয়ে ব্যাটিংয়ে নেমে দুই কিউই ব্যাটসম্যান জিট রাভাল ও টম লাথাম অবিচ্ছিন্ন থেকে প্রথম দিনেই তুলে ফেলেন ৮৬ রান। ১০ উইকেট হাতে রেখে স্বাগতিকরা মাত্র ১৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেই রান টপকে যেতে থাকার পথে হয়ে যায় এক রেকর্ডও।
বাংলাদেশের বিপক্ষে কোনো দেশের উদ্বোধনী জুটির সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তারা। পেছনে পড়ে যায় ২০০১ সালে ওয়েলিংটনে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের ১০৪ রানের জুটি। জিত রাভাল ও টম লাথামের ২৫৫ রানের এই রেকর্ড জুটি অবশেষে ভাঙেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশের বোলিং ছিল একদমই ধারহীন। তিন পেসারের বলে ছিল না গতি। ছিল না ভালো লেংথে টানা বল করে চাপ সৃষ্টির ধারাবাহিকতা। জোরালো কোনো আবেদন বা কোনো সুযোগ সৃষ্টি করা, সেভাবে হয়নি কিছুই।
দুই কিউই ওপেনার সকাল থেকেই খেলেছেন স্বচ্ছন্দে। সকালে খানিকটা পরিকল্পনার ছাপ ছিল বাংলাদেশের বোলিংয়ে। দুই বাঁহাতির জন্য মিড উইকেট ও মিড অন কাছাকাছি রেখে রাউন্ড দা উইকেটে বল করে ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার চেষ্টা করেছেন আবু জায়েদ। কিন্তু রাভাল-ল্যাথাম তা সামলে নিয়েছেন অনয়াসেই।
রেকর্ডের এই উদ্বোধনী জুটি ভেঙে ব্যক্তিগত ১৩২ রানে মাহমুদউল্লাহর বলে ফেরেন জিত রাভাল। বাংলাদেশের বোলারদের ধারহীন বোলিং সামলে স্বাচ্ছ্যন্দেই খেলেন রাভাল। ক্যারিয়ারের প্রথম এই টেস্ট সেঞ্চুরিতে তিনি খেলেন ১৯টি চার ও একটি ছক্কার মার।
অপর প্রান্তে থাকা টম লাথামও পূর্ণ করেন তার নবম টেস্ট সেঞ্চুরি। অপরাজিত আছেন ১৫৬ রানে। তার সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩২)।
হ্যামিল্টন টেস্টের প্রথম দিন (২৮ ফেব্রুয়ারি) তামিম ইকবালের ১২৬ রানের অসাধারণ ইনিংসের পরও মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম