আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে ২০১০ সালে আবির্ভাব হওয়ার পর থেকেই দুর্দান্ত নৈপুণ্য উপহার দিয়ে যাচ্ছে আফগানিস্তান। দুর্দান্ত পারফরমেন্সের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), সবখানেই জয়জয়কার আফগান ক্রিকেটারদের। একইসঙ্গে রশিদ খান, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটারদের জয়জয়কার দেখা গেছে সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও।
এছাড়া সবশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পুরস্কার পেয়েছে আফগানিস্তান। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার তিন বিভাগেই শীর্ষ দশে আফগানদের আধিপত্য।
বোলারদের মধ্যে শীর্ষস্থানে নিজের অবস্থান আরও শক্ত করেছেন রশিদ খান। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৮০। তার পেছনে থাকা শাদাব খানের রেটিং ৭২০। আর বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে থাকা সাকিব আল হাসান ৬৫৮ রেটিং নিয়ে আছেন সাত নম্বরে।
ব্যাটসম্যানদের সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৮৫। আফগানদের মধ্যে হজরাতুল্লাহ জাজাই বড় লাফ দিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড বই পাল্টে দিয়ে ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলা জাজাই এক লাফে ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন সাত নম্বর স্থানে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৯০ রেটিং নিয়ে এক নম্বরে আছেন গ্লেন ম্যাচওয়েল। এছাড়া দুইয়ে ৩৩৮ রেটিং নিয়ে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩৩০ রেটিং নিয়ে নিজের তৃতীয় স্থানটি আরও মজবুত করেছেন মোহাম্মদ নবী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম