নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম দিনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি টাইগাররা। অর্জন শুধু তামিম ইকবালের সেঞ্চুরি। এদিকে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি বাংলাদেশের বিপক্ষে গড়ে রেকর্ড।
দ্বিতীয় দিন শেষে জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৫১ রান। তাদের লিড হয়েছে ২১৭ রানের। ৯৩ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।
তবে বাংলাদেশের তরুণ দুই পেসার এবাদত হোসেন ও আব্দুল খালেদ আশা জাগানিয়া বোলিং করছেন। যদিও দুইজনের একজনও এখনো কোনো উইকেটের দেখা পাননি। তবে তাদের মধ্যে বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যত দেখছেন কোচ স্টিভ রোডস।
দ্বিতীয় দিন শেষে কোচ বলেছেন, ‘এবাদত আমাকে মুগ্ধ করেছে। আমরা জানি খালেদ ও রাহীও ভালো করার সামর্থ রাখে। সৌম্য আজ দারুণ বোলিং করেছে। তবে নিউজিল্যান্ড তাদের ক্লাস দেখিয়েছে। কেন উইলিয়ামসন বেশ সলিড ব্যাটিং করেছে। এমন ফ্লাট উইকেটে তাদের মতো প্রতিজ্ঞবদ্ধ ব্যাটসম্যানদের আউট করা কঠিন।’
তিনি আরও বলেন, ‘এবাদত বেশ উদ্যম ও উদ্দীপনা দেখিয়েছে। তার বলে ভালো পেস ছিল। অন্যান্যদের মতো সেও বাংলাদেশ দলের ভবিষ্যত। আমি মনে করি অভিজ্ঞতা অর্জিত হলে তারা আরো ভালো করতে পারবে। তাদের অনেক উন্নতি হবে। যদিও তারা খুব বেশি ক্রিকেট খেলেনি এখনো। এই ধরনের মাঠে তারা যতো বেশি ক্রিকেট খেলবে ততো অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে। ভবিষ্যতে তারা এই ধরনের মাঠে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। কিছু কিছু জায়গায় তাদের উন্নতি করতে হবে। বিশেষ করে লাইন ও লেন্থে বল করে যাওয়াটায়। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি অফ দ্য লাইনে খুব বেশি কিছু পাবেন না। সুতরাং আপনাকে নির্দিষ্ট জায়গায় ভালো বোলিং করতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ