কোপা দেল রেতে ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ১১ বছর পর কোনো ফাইনালে উঠেছে তারা।
আর এই টুর্নামেন্টের টানা ষষ্ঠ শিরোপা জিততে ভ্যালেন্সিয়ার সঙ্গেই লড়াই করতে হবে বার্সেলোনাকে। আগের দিন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠে বার্সেলোনা।
আগামী ২৫ মার্চ ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। এই নিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ