দুর্দান্ত ছন্দে আছেন আফগান তারকা হজরতউল্লাহ জাজাই। আর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কারও পেয়ে গেলেন তিনি। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন আফগানিস্তানের এই ব্যাটসম্যান।
বৃহস্পতিবার আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে এসেছেন জাজাই। তার সতীর্থ মোহাম্মদ নবী এগিয়েছেন ১২ ধাপ, আছেন ৩০তম স্থানে। ২৫ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে আছেন উসমান গনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ