অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ভারত। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন টিম ইন্ডিয়ার সামনে। শনিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। আর তার আগেই ভারতীয় শিবিরে অস্বস্তির হাওয়া।
শুক্রবার ভারতীয় দলের নেটে অনুশীলন চলাকালীন কনুইয়ে চোট পান মহেন্দ্র সিংহ ধোনি। সেই চোটের কারণেই প্রাক্তন অধিনায়ককে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।
এ দিন নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন ভারতীয় ব্যাটসম্যানরা। দলের সাপোর্ট স্টাফ রাঘবেন্দ্রর থ্রোডাউনে ব্যাটিং অনুশীলন করছিলেন ধোনিও। হঠাৎই একটা বল লাফিয়ে উঠে ধোনির ডান কনুইয়ে লাগে। যন্ত্রণাকাতর ধোনি সঙ্গে সঙ্গেই নেট ছেড়ে বেরিয়ে যান। তাঁকে পরে আর ব্যাট করতে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ