দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহির ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। সম্প্রতি প্রোটিয়াদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরই এমন সিদ্ধান্ত নেন পাকিস্তান বংশোদ্ভুত এই তারকা।
ইংল্যান্ডে আগামী মে-জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই নিজের জার্সি তুলে রাখবেন বলে জানান তিনি।
অবসর প্রসঙ্গে তাহির বলেন, ‘বিশ্বকাপে আমি সবসময়ই খেলতে চেয়েছি। আর এমন একটি গ্রেট দলের হয়ে খেলতে পারাটা দারুণ অর্জন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে সমঝোতার মাধ্যমেই আমি বিশ্বকাপকেই শেষ হিসেবে সিদ্ধান্ত নিয়েছি।’
ওয়ানডে ছাড়লেও দেশের জার্সিতে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত এই ফরম্যাটে খেলে যাবেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতেও তাকে দেখা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ