টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ পাওয়া জয়টি আফগানদের কাছে ঐতিহাসিক বটে। এমন ম্যাচে একটি রেকর্ড গড়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
আফগানদের হয়ে প্রথম টেস্ট-ওয়ানডে-টি-২০ ফরম্যাটে জয়ের সাক্ষী হলেন নবী। অবশ্য ক্রিকেট বিশ্বের এমন রেকর্ড মাত্র একবার হয়েছে। সেটি করেছেন বাংলাদেশের সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক। তিনিও বাংলাদেশের প্রথম টেস্ট-ওয়ানডে-টি-২০ জয়ের ম্যাচে একাদশে ছিলেন।
১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে ৬ উইকেটে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে খেলেছিলেন রফিক। ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি বল হাতে ১০ ওভারে ৫৬ রানে ৩ উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে ওপেনার হিসেবে নেমে তান্ডব চালিয়েছেন রফিক। ১১টি চার ও ১টি ছক্কায় ৮৭ বলে ৭৭ রান করেন তিনি।
২০০০ সালে অভিষেকের পর ২০০৫ সালে প্রথম টেস্ট জয়ের মুখ দেখে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানে জয় পায় টাইগাররা। ঐ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন রফিক। ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৬৯ রান ও বল হাতে ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪ ও বল হাতে উইকেট শূন্য ছিলেন রফিক।
বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচ জিতে ২০০৬ সালে। জিম্বাবুয়েকে ৪৩ রানে হারায় তারা। ওই ম্যাচে ৫ বলে ১৩ রান ও বল হাতে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন রফিক।
ওয়ানডেতে আফগানিস্তান প্রথম জয় পায় ২০০৯ সালে। বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে জয় পায়। ঐ ম্যাচে নবী ব্যাট হাতে ৫৮ রান করেন। তবে বল হাতে ছিলেন উইকেট শূন্য। টি-২০ ফরম্যাটে আফগানদের প্রথম জয় ২০১০ সালে। কানাডার বিপক্ষে কলম্বোতে ৫ উইকেটে জিতেছিল তারা। ম্যাচে নবী বল হাতে ১ উইকেট ও ১২ বলে ২৩ রান করেছিলেন।
তাই নিজ নিজ দেশের প্রথম টেস্ট-ওয়ানডে-টি-২০ জয়ের সাক্ষী ছিলেন রফিক-নবী।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৯/আরাফাত