আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।
প্রথমে জিমনেসিয়ামে দীর্ঘ সময় কাটানোর পর স্টেডিয়ামে দৌঁড়াতে দেখা যায় টাইগার ওয়ানডে অধিনায়ককে। ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষ ভাগে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন মাশরাফি।
বিডি-প্রতিদিন/মাহবুব