শিরোনাম
২০ জুলাই, ২০১৯ ০৮:৩৯

নির্বাসিত জিম্বাবুয়ে, আইসিসি'র সিদ্ধান্তে কে কী বললেন?

অনলাইন ডেস্ক

নির্বাসিত জিম্বাবুয়ে, আইসিসি'র সিদ্ধান্তে কে কী বললেন?

ফাইল ছবি

ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের ‘অপরাধে’ আন্তর্জাতিক আসর থেকে নির্বাসিত জিম্বাবুয়ে। আইসিসি'র এমন সিদ্ধান্তে শোকস্তব্ধ সে দেশের ক্রিকেট-মহল। ক্রিকেটাররা মনে করছেন, দুর্ভাগ্যজনক এই ঘটনায় তাদের ক্রিকেট-জীবনই কার্যত শেষ হয়ে গেল। 

ক্রিকেটের নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, যে কোন দেশেই ক্রিকেট প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে। সেখানে কোন সরকারি হস্তক্ষেপ চলবে না। জিম্বাবুয়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়ায় কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে আইসিসি। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী কার্স্টে কভেন্ট্রি। 

তিনি টুইট করেছেন, ‘‘বোর্ডের কাজে সরকার আদৌ হস্তক্ষেপ করেনি। ফলে এই সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি। আমাদের ক্রিকেটারেরা যেভাবে আক্রান্ত হলেন, তা দুঃখজনক। ’’

ঘটনার খবর পেয়ে ক্রিকেটার সিকান্দার রাজা টুইট করেছেন, ‘‘ভাবছি কীভাবে একটা সিদ্ধান্ত একটা গোটা দলকে আগন্তুকে পরিণত করতে পারে। কীভাবে একটা সিদ্ধান্ত বহু-বহু ক্রিকেটারের ক্রিকেট জীবনই শেষ করে দিতে পারে।’’ 

জিম্বাবোয়েরে আরেক প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেইলর লিখেছেন, ‘‘এর চেয়ে হৃদয়বিদারক সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’’

এদিকে, এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের স্পিনার আর অশ্বিনও। তিনি টুইট করেছেন, ‘‘হৃদয়বিদারক ঘটনা। আশা করি, ভবিষ্যতে জিম্বাবুয়ে আবার ফিরে আসবে নতুন শক্তি নিয়ে।’’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর