আশঙ্কা সত্যি করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডরসন।
গত ২ জুলাই ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি খেলার সময় কাফ মাসলে চোট পেয়েছিলেন অ্যান্ডারসন। দিন পাঁচেক পর স্ক্যান রিপোর্ট হাতে আসার পর জানা যায় যে, লিগামেন্ট ছিড়ে গেছে তার। ফলে ২৪ জুলাই থেকে লর্ডসে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড টেস্টে তার মাঠে নামা নিয়ে সংশয় দেখা দেয়। যদিও তাকে শেষমেশ ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে রাখা হয়।
শেষমেশ অ্যাসেজের কথা ভেবে আয়ারল্যান্ড টেস্ট থেকে অ্যান্ডারসনকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ১ জুলাই থেকে এজবাস্টনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহ্যশালী অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। তার আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য হাতে পর্যাপ্ত সময় পাবেন জিমি।
অ্যান্ডরসন দল থেকে ছিটকে যাওয়ায় লর্ডসে আইরিশদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে চলেছে ওলি স্টোন অথবা লুইস গ্রেগরির মধ্যে যে কোন একজনের। এগিয়ে থাকবেন ওয়ারউইকশায়ারের ওলি স্টোন। মার্ক উড ও জোফ্রা আর্চারের অনুপস্থিতিতে তিনিই এখন স্কোয়াডের সব থেকে গতিসম্পন্ন পেসার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ