২৪ জুলাই, ২০১৯ ০৯:৩৫

বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মুখ খুললেন গাপটিল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মুখ খুললেন গাপটিল

বিশ্বকাপ ফাইনাল ভুলতে পারছেন না মার্টিন গাপটিল। কিউই ক্রিকেটার বলেছেন, ফাইনালের দিনটি তার ক্যারিয়ারের সবচেয়ে ভাল ও খারাপ দিন। হঠাৎ এমন কেন বললেন গাপটিল?‌

ফাইনালে গাপটিলের ওভার থ্রো থেকে ছয় রান পেয়েছিল ইংল্যান্ড। যা নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকেই বলছেন, ওভার থ্রো তে পাচ রান দেওয়া উচিত ছিল। কারণ দ্বিতীয় রান সম্পূর্ণ করেননি স্টোকস। বল তার ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়। এরপর সুপার ওভারে গাপটিল ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। 

গাপটিল মঙ্গলবার জানিয়েছেন, ‘‌লর্ডসে একটা দুরন্ত ফাইনাল হয়েছে। আমার মনে হয় ক্রিকেট জীবনের সেরা ও খারাপ দিন ছিল আমার। আবেগ থাকবেই। তবে সতীর্থদের সঙ্গে ফাইনাল খেলার মজাই আলাদা। আমাদের সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ। অসাধারণ অনুভূতি।’‌ 

এরপরই গাপটিল বলেছেন, ‘‌ম্যাচটা হেরেছি। সুপার ওভারে শেষ বলে আমাদের দু’‌রান দরকার ছিল। কিন্তু দ্বিতীয় রানটা আমি সম্পূর্ণ করতে পারিনি। জোফ্রা আর্চারের বলে দ্বিতীয় রান নিতে গিয়েছিলাম। কিন্তু ডিপ মিড উইকেট থেকে জেসন রয়ের থ্রো থেকে আমাকে রান আউট করে দেয় জস বাটলার। আউট হওয়ার পর বাকরুদ্ধ হয়ে যাই। কিছুই ভাল লাগছিল না।’‌ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর