বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান এবার আলোচনায় এসেছেন এক আফগান পরিবারের সঙ্গে ক্রিকেট খেলে। খেলা শেষে তোলা ছবি পোস্ট করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে।
ছবির সঙ্গে লিখেছেন, সন্ধ্যায় খাবার খেয়ে বাসায় ফিরছিলাম। পার্কে চমৎকার এই আফগান পরিবারটি আমাকে খেলতে ডেকেছিল।
ছবির নিচে আফগান মরগানকে উদ্দেশ্য করে আফগান অধিনায়ক রশিদ খান মন্তব্য করেছেন, 'কিংবদন্তী'।
বাউন্ডারির হিসেবে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। এ দলটির বিপক্ষেই নিজের ক্যারিয়ার সেরা ইনিংস (১৪৮) খেলেছিলেন মরগান।
বিডি প্রতিদিন/ফারজানা