পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন বিতর্কে জড়ালেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের অনুশীলনের সময় পুলিশের ওপর চড়ে বির্তকে জড়ান সিআর সেভেন।
মঙ্গলবার জুভেন্টাসের অনুশীলনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
রোনালদো সহ অন্যরা মাঠে অনুশীলন করছিলেন। এসময় হঠাৎ করেই সেখানে ঢুকে পড়েন এক পাগলা সমর্থক। কয়েকজন পুলিশ এসে তাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ওই ভক্তকে চেপে ধরে মাটিতে শুইয়ে দেন তারা।
ঠিক সে সময়ই পেছন থেকে একজন পুলিশের ওপর চড়ে বসেন রোনালদো। কিছুক্ষণ পরই আবার নেমে যান তিনি। অবশ্য সেটা নিছক মজার ছলে।
তবে ওই পুলিশের জন্য সেটা প্রীতিকর ছিল না। যদিও সিআর সেভেনের এমন কাণ্ডের পর হাসাহাসি করেন জুভ সতীর্থরা।
এর মাঝে ওই সমর্থককে দূরে সরিয়ে নিয়ে যায় পুলিশ। অনুশীলনের এ কৌতুকময় মুহূর্তটি ক্ষণিকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন